আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জোটে নতুন সমীকরণের ইঙ্গিত দিল আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবি পার্টি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জোটে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং মনোনয়ন দাখিল প্রক্রিয়া শেষ করে ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগদান করা হবে।
তিনি আরও জানান, জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে। তবে আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। এসব বিষয় চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে তা জানানো হবে।
নির্বাচন প্রসঙ্গে সরকারকে উদ্দেশ করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভোটের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ অভিযান পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচিত হলে জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য কাজ করবেন।