দুর্নীতির অভিযোগে চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিন, তার স্ত্রী শাহানাজ শারমিন, ছেলে সাঈদ মোহাম্মদ রিজভী, সাঈদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসিনীমা তানভীর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দিয়েছেন।
ড. জালালের মামলায় দুদকের সহকারি পরিচালক এস এম মামুনুর রশীদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধি বর্হিভূত অর্থ উপার্জন করে তা নিজ ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামে ব্যাংক হিসাবে আনয়নপূর্বক বৈধতা প্রদানের চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধের অভিযোগের অনুসন্ধান চলছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, জালাল উদ্দিন সপরিবারে যেকোনো সময় দেশ থেকে পালিয়ে বিদেশে অবস্থান নেবেন। তাই, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।