জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদ শরিফ ওসমান হাদির নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন হলের নামকরণের দাবি জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মা নামাজের পরে অনুষ্ঠিত শহিদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল শেষে এসব মন্তব্য করেন তিনি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘শরিফ ওসমান হাদিকে গত শুক্রবারে সন্ত্রাসীরা হত্যা করার জন্য মাথায় গুলি করেছিল। প্রশাসন কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলো না? এখন বলা হচ্ছে সে নাকি পালিয়ে ভারতে চলে গেছে। এসব তালবাহানা চলবে না। আপনার কারণেই আমরা আমাদের ভাই হাদিকে হারিয়েছি। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই চট্টগ্রামে এমপি পদপ্রার্থীর উপর হামলা হয়েছে। ওসমান হাদির ওপর হামলা হয়েছে। পতিত হাসিনা ভারতে বসে চক্রান্ত করে যাচ্ছে। একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে। ভারতীয় দাসরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাবো।’
এসময় তিনি আরও বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে প্রথম মৃত্যুবরণ করেছিলো ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেটের এমপি আলি রিয়াজ, দ্বিতীয়ত বুয়েটের আবরার ফাহাদ। তারপর আমাদের হাদি ভাই। আমরা শহীদ ওসমান হাদির নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের নামকরণ চাই। আমরা আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চাই না। ক্যাম্পাসের ছোট ভাই সাজিদ হত্যার বিচার চাই। আমরা তাকে ভুলিনি। সাজিদ হত্যার বিচার এই প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল,শাখা ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
আ. দৈ./ একে