ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবী বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত মামলাটি গ্রহণ করে ডিবি পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলিম। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের জন্য ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি অত্যন্ত সংবেদনশীল। মুসলিমরা বিশ্বাস করেন আল্লাহর কোনো আকার নেই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা পালন করেন, যার পুরষ্কার আল্লাহ নিজেই প্রদান করবেন।
অপরদিকে, দেশের অন্যান্য ধর্মাবলম্বীরা দেব-দেবীর পূজার সময় তাদের আকৃতি প্রদর্শন করেন। সুতরাং, রোজা ও পূজার মধ্যে কোনো তুলনা বা সমতা প্রতিষ্ঠা করা মুসলিম ধর্মাবলম্বীদের কাছে গ্রহণযোগ্য নয়। মামলায় বলা হয়েছে, শিশির মনির ইউটিউব চ্যানেল ‘ডিএসএন’-এর মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে রোজা ও পূজাকে “একই মুদ্রার এপিঠ ও ওপিঠ” হিসেবে উল্লেখ করেন। এতে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত হয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, আসামি শিশির মনির নিজ ইচ্ছায় এই ভিডিও প্রচার করেছেন এবং রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যে মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করেছেন।
আদালত এই মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশকে যথাযথ তদন্তের মাধ্যমে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন, যা মামলার পরবর্তী শুনানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।