ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারকে বদলির পর এবার একযোগে ১৬৬জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দেওয়া হয়। এর আগে বুধবার দুপুরে লটারির মাধ্যমে প্রথমবারের মতো নতুন পুলিশ সুপার বদলির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
নির্বাচনকে ঘিরে ইসির সংলাপে বিভিন্ন দলের পক্ষ থেকে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তা নিয়োগের দাবি জানানো হয়। এদিকে মাঠ প্রশাসনে কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার চূড়ান্ত করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও একইভাবে বদলি করার কথা রয়েছে।