মেহেরপুরের গাংনীতে মনিরুজ্জামান মনি (৩৮) কে একটি অবৈধ ওয়ান শুটারগান অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা। গতকাল রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২ টা থেকে আজ সোমবার (২৪ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত একটানা অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। আটক মনি পশ্চিম মালসাদহ গ্রামের আখ সেন্টারপাড়ার মৃত মহিউদ্দিনের ছেলে এবং তার পিতা ছিলেন একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
বাংলাদেশ সেনাবাহিনীর গাংনী ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনিরুজ্জামান মনির বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে বালিভর্তি একটি বালতির ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরে ওই অস্ত্রসহ মনিকে আটক করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও আটক মনির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, আটক মনির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আ. দৈ./কাশেম