পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বাস্তবায়নের দাবিতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, পিআর জনগণের স্বার্থে প্রয়োজন, এবং তার দল ক্ষমতায় গেলেও এই ব্যবস্থা বাস্তবায়ন করবে।
শনিবার বিকেলে চট্টগ্রাম কলেজ প্যারেড ময়দানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত রয়েছে। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।”
বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পৌঁছান তিনি। এ সময় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কথা বলেন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “আমাদের এত পজিটিভ এজেন্ডা—আমরা জাতির জন্য কী করব, এগুলো নিয়েই আমাদের সময় চলে যায়। কাউকে খোঁচানোর বা খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।”
নির্বাচন প্রসঙ্গে তিনি লেভেল প্লেয়িং ফিল্ডের অনুপস্থিতির কথা উল্লেখ করে বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নেই, কিন্তু এই ফিল্ড তৈরি করতে হবে আমাদের—সবাইকে মিলে। আপনারা তৈরি থাকুন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। না হলে এ দেশে সংকট দেখা দেবে। আমরা কোনো সংকট তৈরি হতে দেব না, ইনশাল্লাহ।”
চট্টগ্রামে পৌঁছে তিনি প্রথমে আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনীর আল জামিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিলে যোগ দেন। পরে সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।