ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার ২৭৪টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে এ বরাদ্দের একটি বড় অংশ শুধু ঢাকার তিনটি সংসদীয় আসনে কেন্দ্রিত থাকায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিবিসি বাংলার বিশ্লেষণে দেখা গেছে, একটি প্রতিষ্ঠান ছাড়া বাকি ২৭৩টি প্রতিষ্ঠান পড়ে ঢাকা-০৯, ঢাকা-১০ ও ঢাকা-১১ আসনে। মোট ২০টি সংসদীয় আসন থাকা সত্ত্বেও কেন শুধুমাত্র এই তিনটি এলাকায় বরাদ্দ দেওয়া হলো—এটি রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নের জন্ম দিয়েছে।
ঢাকা-১০ আসনের মধ্যে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউ মার্কেট এলাকায় ১৪৫টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের বরাদ্দ এসেছে। নির্বাচনের আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওই আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি জানিয়েছেন, এসব প্রকল্পে কাদের সুপারিশে বরাদ্দ দেওয়া হয়েছে তা তিনি জানেন না।
ঢাকা-০৯ ও ঢাকা-১১ আসনে ১২৮টি প্রকল্প বরাদ্দ হয়েছে। এই দুই আসনে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা অংশ নিচ্ছেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, “বিশেষ বরাদ্দ দেওয়ার সময় এখনও শেষ হয়নি। সারাদেশের অনেক জায়গায়ও বরাদ্দ দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, তফসিল ঘোষণা হওয়ার পর আর এ ধরনের বরাদ্দ দেওয়া যাবে না।”
এই বিশেষ বরাদ্দ বিতরণ রাজনৈতিক অগ্রিম প্রভাব সৃষ্টি করতে পারে—এমন সমালোচনা উঠে এসেছে বিশেষজ্ঞদের এবং স্থানীয় পর্যবেক্ষকদের মধ্যে।