ঢাকাবাসীর নিরাপত্তা রক্ষায় নাশকতা ও হামলাকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী গুলি চালানো পুলিশের অধিকার—এমন মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
তিনি জানান, ককটেল নিক্ষেপ, বাসে আগুন দেওয়ার চেষ্টা বা এ ধরনের সহিংস পরিস্থিতিতে পুলিশের নেওয়া ব্যবস্থা কোনো ব্যক্তিগত নির্দেশনা নয়; এটি আইনের নির্দেশনাই অনুসরণ করে করা হয়ে থাকে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ের পাশে নতুন প্রতিষ্ঠিত সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
সাজ্জাদ আলী বলেন, “ঢাকাবাসীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। যারা ককটেল নিক্ষেপ করবে বা আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি উল্লেখ করেন, সম্প্রতি থানার সামনে পুলিশের ওপর ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এমন ঘটনায় বাহিনীর মনোবলে প্রভাব পড়তে পারে জানিয়ে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। ডিএমপি কমিশনার আরও বলেন, নতুন সাইবার সাপোর্ট সেন্টার অনলাইন অপরাধ দমন, প্রতারণা, সাইবার হুমকি ও ডিজিটাল নিরাপত্তা সেবা আরও সহজ করবে। অনলাইন প্রতারণার শিকার হলে নাগরিকরা কেন্দ্রের ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত অভিযোগ জানাতে পারবেন।
এর আগে ১৬ নভেম্বর গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ডিএমপি কমিশনার নাশকতা বা আগুন দেওয়ার মতো পরিস্থিতিতে পুলিশকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। সে সময় তিনি বলেন, “যদি কেউ বাসে আগুন দেয় বা পুলিশকে আক্রমণ করে, পুলিশ কি চুপচাপ বসে থাকবে?” এই ধরনের নির্দেশনার অনুরূপ উদাহরণ অতীতেও চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারের বক্তব্যে দেখা গেছে।