সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু নির্বাচন কমিশন (ইসি) নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই প্রতিশ্রুতি। ইসি দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।”নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি মেনে চলবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন জরুরি, যার প্রধান শর্ত হলো আচরণবিধি মেনে চলা।”তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। “দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।”
সিইসি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান, তারা ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে নিজেদের কর্মীদের মাধ্যমে জনসচেতনতা ও উৎসাহ সৃষ্টি করবেন।