থাইল্যান্ডে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। ১২১টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এবারের আয়োজনটিতে, যা এখন রঙিন উৎসবে মুখর।
এরই মধ্যে ‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত তিনি পেয়েছেন ২ লাখ ৮১ হাজারের বেশি ভোট- যা তাকে তালিকার দ্বিতীয় স্থানে পৌঁছে দিয়েছে। এই অবস্থানে উঠে এসে তিনি চিলির প্রতিযোগী ইন্না মলকে টপকে গেছেন।
বর্তমানে প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো। তাকে পেছনে ফেলতে মিথিলার প্রয়োজন আরও প্রায় ২৯ হাজার ভোট। তাই তিনি দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন, সবাই যেন তাকে ভোট দিয়ে বাংলাদেশের নাম শীর্ষে তুলতে সাহায্য করেন।
ফেসবুকে এক পোস্টে মিথিলা লিখেছেন, “বাংলাদেশের ১০ লাখ মানুষ যদি প্রতিদিন মাত্র ১০টি করে ভোট দেয়, তাহলে কয়েক দিনের মধ্যেই আমরা কোটি ভোট পেতে পারি। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি আমাদের প্রতিনিধি হেরে যায়, সেটা কি মেনে নেওয়া যায়?”
‘পিপলস চয়েস’-এর পাশাপাশি মিথিলা অন্য কয়েকটি ক্যাটাগরিতেও এগিয়ে আছেন। এর মধ্যে রয়েছে ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ (প্রথম), ‘মিস কনজেনিয়ালিটি’ (দ্বিতীয়), ‘বেস্ট ইভিনিং গাউন’ (দ্বিতীয়) ও ‘বেস্ট স্কিন’ (তৃতীয়)।
বর্তমানে ফুকেটের পর্ব শেষ করে পাতায়ায় অবস্থান করছেন তিনি। মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ খেতাব জয় করে ২ নভেম্বর থাইল্যান্ডে যান মিথিলা। নিজের প্রতি আস্থা ও দেশের প্রতি ভালোবাসা নিয়ে তিনি আশাবাদী- এবারের মঞ্চে বাংলাদেশের পতাকাই উড়বে সবার ওপরে।