দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা আবারও আলোচনায়। এবার নিজের মাতৃত্বের ইচ্ছা নিয়েই খবরের শিরোনামে এই তারকা। সম্প্রতি ‘দ্য গার্লফ্রেন্ড’ সিনেমার প্রচারে গিয়ে রাশমিকা বলেন, “আমি এখনো মা হইনি, কিন্তু আমি জানি একদিন হবো।
এই ছোট্ট মানুষদের জন্য আমি এক অজানা ভালোবাসা অনুভব করি—যারা এখনো এই পৃথিবীতে আসেনি। আমি তাদের রক্ষা করতে চাই।”তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা—তাহলে কি বিয়ের আগেই সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন রাশমিকা?
রাশমিকা ও দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা-র প্রেমের খবর বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে চলতি মাসের ৩ অক্টোবর হায়দরাবাদের নিজ বাসায় গোপনে বাগদান সারেন এই তারকা জুটি। বলিউড ও দক্ষিণী মিডিয়া সূত্র বলছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই তাদের বিয়ে সম্পন্ন হতে পারে।
সিনেমা প্রচারের সময় নিজের ব্যস্ততা নিয়েও খোলামেলা ছিলেন রাশমিকা। তিনি বলেন, “প্রায়ই আমি বিশ্রামের সময় পাই না। তবে এখন বুঝি, অতিরিক্ত কাজ করা টেকসই নয়। নিজের জন্য সময় রাখতে হবে, পরিবারকেও সময় দিতে হবে।”
২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ প্রতিযোগিতায় জয় পেয়ে মিডিয়ায় আসেন রাশমিকা মান্দানা। এরপর ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়, যা তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।
পরবর্তী সময়ে ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’ এবং ব্লকবাস্টার ‘পুষ্পা’ সিনেমা তাকে দক্ষিণ ভারতের শীর্ষ অভিনেত্রীদের কাতারে পৌঁছে দেয়।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া তার বলিউড সিনেমা ‘থাম্মা’, যেখানে তিনি আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন, ইতিমধ্যেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে।