শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী সদরউদ্দিন ডিগ্রি কলেজ এ বছর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব কুমারদে শিকদার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে ড. বাসুদেব কুমার দে শিকদারের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া, এ বছর জেলা পর্যায়ে জারি গানে কলেজের শিক্ষার্থী নীলা ভৌমিক শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নিবাচিত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে মাত্র ১৭ জন ছাত্র-ছাত্রী নিয়ে কলেজের ক্লাস শুরু করা হয়। ড. বাসুদেব কুমার দে শিকদার ১৯৯২ সালে অত্র কলেজে যোগদান করার পরে ২০১০ সালের মধ্যে ৫ বার উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। এছাড়া, ২০১০-২০২৪ সালের মধ্যে ১২ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ ও জেলায় দুই শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বচিত হন। বিগত ২০ বছর যাবৎ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও ২০১৪ সালে জেলা পর্যায়ে এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষাবোর্ড কর্তৃক বাছাইকৃত জেলা ভিত্তিক সেবা ৫টি কলেজের মধ্যে শিবালয় সদরউদ্দিন কলেজটি প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে অধ্যক্ষ ড. বাসুদেব কুমার দে শিকদার বলেন, কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ইউএনও মো. বেলাল হোসেনের দিকনির্দেশনায় কলেজের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। এছাড়া, শিক্ষক, শিক্ষার্থী, কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজের হিতৈষী ব্যক্তিবর্গের সহয়তায় কলেজ এ শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। এ অর্জন আমাদের সবার। আমি কলেজের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আ. দৈ. /কাশেম/ সুমন