২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা—কর্মীদের ওপর কোন গণহত্যা চালানো হয়নি বলে দাবি করেছেন রাষ্ট্রনিযুক্ত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতারিরোধী অপরাধের মামলা শেখ হাসিনার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন কালে এ দাবি করেন তিনি।
তিনি বলেন, তৎকালীন সরকার রাষ্ট্রের সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন, তবে কোন গণহত্যা চালায়নি। ২০১৪ সালের নির্বাচনের বিষয়ে তিনি বলেন, নির্বাচন একতরফা হয়নি। খেলার মাঠে নেমে প্রতিপক্ষ খেলতে না নামলেতো একতরফা হবেই।
২০১৮ সালের নির্বাচনেও কারচুপি হয়নি, রাতেও ভোট হয়নি। এসব প্রতিপক্ষের অপপ্রচার। দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগের বিষয়ে আইনজীবী বলেন, বাংলাদশে সব সরকারের সময় দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগ করা হয়েছে। শুধু শেখ হাসিনার ওপর এই দায় দিলে হবে না। অন্যায় করলে সবাই করেছে, শেখ হাসিনা একা নয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার বিচারিক কার্যক্রম চলছে। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আ.দৈ/ওফা