ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন শুধু তার অভিনয় নয়, মা হিসেবে দায়িত্বশীল রূপেও প্রশংসা কুড়াচ্ছেন। মাতৃত্বকালীন বিরতির পর ফের কাজে ফিরলেও সন্তানদের প্রতি ভালোবাসা ও যত্নে কোনো ছাড় দিচ্ছেন না এই তারকা।
বুধবার (১ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমনি জানান, তিনি তার দুই সন্তান ছেলে পুণ্য ও দত্তক কন্যা সাফিরা সুলতানা প্রিয়ম-কে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। এই পুরো অভিজ্ঞতাকে তিনি মজার ছলে তুলনা করেছেন এক ‘ছোটখাটো যুদ্ধের’ সঙ্গে।
পোস্টে তিনি লেখেন, “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটোখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জনকে দেখেন, কী করে!”
সঙ্গে পরীমনি একটি ভিডিওও শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি বোরকা পরে সন্তানদের নিয়ে গাড়িতে চড়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হাসপাতালের ভেতর ও বাইরে সন্তানের সঙ্গে তার খুনসুটি আর আদর-ভরা মুহূর্তগুলোও ধরা পড়ে ক্যামেরায়। ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভক্তদের মধ্যে উষ্ণ সাড়া ফেলেছে।
এর আগে কিছুদিন শারীরিক অসুস্থতায় ভুগলেও, এখন পুরোপুরি সুস্থ হয়ে জীবনকে নতুন করে উপভোগ করছেন পরীমনি। তার সদ্য প্রকাশিত একটি ফটোশুটেও মিলেছে সেই উজ্জ্বলতার প্রতিফলন।
শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর পরীমনি এখন তার দুই সন্তানকে ঘিরেই গড়ে তুলেছেন এক স্বপ্নময় জগৎ। নিজেকে তিনি তুলে ধরছেন এক ‘ওয়ান ওম্যান আর্মি’ হিসেবে।