মাদারীপুরে রাইটস যশোর’র উদ্যোগে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সদরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে র্যা লী, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’’ স্লোগানে ইউএসএআইডি’স ফাইট স্লেভারী অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসন (এফএসটিআইপি) অ্যাকটিভিটি আর্থিক সার্বিক সহযোগিতা ও উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় প্রথমে বিদ্যালয় প্রাঙ্গনে র্যা লী পরবর্তী বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্য বিবাহ ও মানব পাচার নিয়ে আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ, অভিভাবক সদস্য আঃ মান্নান ফরাজি, দাতা সদস্য মোঃ শফিউর রহমান, সংস্থার জেলা প্রোগ্রাম অফিসার মোঃ বায়জীদ মিয়াসহ শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল মামুন।
পরে ‘মত প্রকাশে কন্যা শিশুর স্বাধীনতা না থাকাই বাল্যবিবাহের অন্যতম কারণ’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আ. দৈনিক/ কাশেম /ইমদাদুল