প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের ইতিহাসের সবচেয়ে পাতলা স্মার্টফোন ‘আইফোন এয়ার’ উন্মোচন করেছে। সম্পূর্ণ টাইটানিয়াম কাঠামো এবং সামনের–পেছনের সিরামিক শিল্ড গ্লাসে তৈরি এ মডেলটির ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার।
এই আইফোন এয়ারের ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী। ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা আবিদুর বর্তমানে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাস করছেন। নিজেকে একজন “সমস্যা সমাধানকারী” হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠবে এমন পণ্য ডিজাইন করাই তার মূল লক্ষ্য।
আবিদুর চৌধুরী লন্ডনের লাফবারো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ক্যালিফোর্নিয়ায় যাওয়ার আগে কিছুদিন তিনি লন্ডনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালের জানুয়ারিতে অ্যাপলে যোগ দেওয়ার পর থেকে তিনি প্রতিষ্ঠানের সঙ্গে টানা কাজ করে যাচ্ছেন।
আইফোন এয়ার এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে স্লিম মডেল। ডিভাইসটির নকশায় ক্যামেরা প্ল্যাটফর্ম, চিপসেট ও সিস্টেম মডিউল এমনভাবে সমন্বয় করা হয়েছে যাতে উচ্চ-ঘনত্বের ব্যাটারি বসানো যায়। সঙ্গে যুক্ত হয়েছে এআই-চালিত ফটোগ্রাফি ও ব্যাটারি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যা বড় আকারের আইফোন মডেলের সমতুল্য পারফরম্যান্স দিতে সক্ষম।
আইফোন এয়ারের পাশাপাশি অ্যাপল বাজারে এনেছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। নতুন সিরিজে থাকছে আরও উন্নত ক্যামেরা সিস্টেম, সর্বশেষ অ্যাপল এ১৯ প্রো চিপ এবং বড় ডিসপ্লে।
খুব শিগগিরই নতুন মডেলগুলোর জন্য প্রি-অর্ডার গ্রহণ শুরু হবে বলে জানা গেছে।