ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।নতুন ইতিহাস । গতবছর জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী ভিন্ন এক বাস্তবতায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো ভূমিধস বিজয় পেয়েছে দলটি।
এই নির্বাচনে রেকর্ড ভোটে জয়লাভ করতে যাচ্ছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল। ডাকসুর ২৮টি পদের বেশির ভাগ পদেই বিজয়ী হতে যাচ্ছে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল।
ডাকসু ২০২৫ নির্বাচনে ভিপি নির্বাচিত হতে যাচ্ছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের আবু সাদিক কায়েম। রাত আড়াইটা পর্যন্ত প্রকাশিত কয়েকটি হলের ফলে তাঁর প্যানেলের সবাই বিপুল ভোটে এগিয়ে। তবে নানা অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল রপ্রত্যাখ্যান ছাত্রদলের নেতাদের।
ভোট পড়েছে ৭৮.৩৩ শতাংশঃ
সারা দিনের ভোটগ্রহণে ১৮টি হলের ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থীর মধ্যে অনানুষ্ঠানিকভাবে ভোট পড়েছে ৭৮.৩৩ শতাংশ। নির্বাচন কমিশনের তথ্য মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আটটি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে সূর্য সেন হলে, যেখানে ভোটদান হার ৮৮ শতাংশ। শেখ মুজিবুর রহমান হলে ৮৭,শতাংশ, কবি জসীমউদ্দীন হলে ৮৬ শতাংশ, বিজয় একাত্তর হলে ৮৫.০২ শতাংশ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮৪.৫৬ শতাংশ, অমর একুশে হলে ৮৩.৩০ শতাংশ, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮৩.৩৭ শতাংশ, সলিমুল্লাহ মুসলিম হলে ৮৩ শতাংশ, স্যার এ এফ রহমান হলে ৮২.৫০ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৮১.৪৩ শতাংশ, জগন্নাথ হলে ৮২.৪৪ শতাংশ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৮০.২৪ শতাংশ, রোকেয়া হলে ৬৫.৫০ শতাংশ, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৬৮.৩৯ শতাংশ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৬৭.০৮ শতাংশ, কবি সুফিয়া কামাল হলে ৬৪ শতাংশ এবং শামসুন নাহার হলে ৬৩.৬৭ শতাংশ ভোট পড়েছে।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
আ. দৈ./ কাশেম