দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালকে ঘিরে হঠাৎ করেই রটেছে এক গুজব সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন! এই ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় অনুরাগীদের মাঝে।
অনেকেই সামাজিক মাধ্যমে শোকবার্তা পোস্ট করতে শুরু করেন। তবে শেষ পর্যন্ত নিজেই মুখ খুললেন ‘সিংঘাম’ খ্যাত অভিনেত্রী। গতকাল (সোমবার) নিজের ভেরিফায়েড সামাজিকমাধ্যমে কাজল জানান, তিনি পুরোপুরি সুস্থ এবং নিরাপদ আছেন।তিনি লেখেন, “আমাকে নিয়ে যে গুজব রটেছে, তা একেবারেই ভিত্তিহীন।
শুনেছি, বলা হচ্ছে আমি নাকি সড়ক দুর্ঘটনায় মারা গেছি! এটা শুনে হাসিও পাচ্ছে আবার অবাকও লাগছে। সবাইকে জানাতে চাই, আমি একদম ঠিকঠাক আছি, সুস্থ আছি। অনুরোধ করব, এরকম ভুয়া খবর বিশ্বাস করবেন না। ইতিবাচক থাকুন, সত্যের পাশে থাকুন।”
সম্প্রতি একটি ইউটিউব ভিডিওতে দাবি করা হয়, কাজল সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে সেই ভুয়ো দাবি। অনেকে মন্তব্য করেছেন, “বিশ্বাসই হচ্ছে না আপনি নেই!” যা অভিনেত্রীকে বিব্রত করেছে।
২০০৪ সালে বলিউডের ‘কিঁউ...! হো গায়া না?’ সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন কাজল। তবে জনপ্রিয়তা আসে মূলত দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। তেলুগু সুপারহিট ছবি ‘মাগধীরা’-তে অভিনয়ের পর কাজল হয়ে ওঠেন একচেটিয়া তারকা।
সবশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘সত্যভামা’ ছবিতে দেখা যায় তাকে। ছবিটি পরিচালনা করেন সুমন চিক্কালা।