ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফলের অপেক্ষায় পার্থীরা। এর মাঝেই নীলক্ষেত, নিউমার্কেট ও কাটাবনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।
তাদের অনেকে নিজেদের উৎসুক জনতা হিসেবে দাবি করেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানিয়েছন, উপস্থিত লোকজনের বেশিরভাগই বিএনপি বা জামায়াতের কর্মী ও সমর্থক।
এদিকে নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে নিউমার্কেট যাওয়ার রাস্তার বাম পাশে বিএনপি এবং ডানপাশে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন।
তবে সেখানে এখনও পর্যন্ত কোনোরকম উত্তেজনা বা অস্থিরতা দেখা যায়নি। সমবেতদের দূরে সরিয়ে রাখতে পুলিশের তৎপরতা দেখা গেছে।
সূত্র: বিবিসি বাংলা