শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫,
৫ মাঘ ১৪৩১
ই-পেপার

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সারাদেশ
নোয়াখালীতে এম্বুলেন্স চালক জামালকে ছুরিকাঘাতে হত্যা
নোয়াখালী প্রতিনিধিঃ
Publish: Saturday, 5 October, 2024, 5:44 PM  (ভিজিট : 80)

নোয়াখালী পৌর এলাকায় তুচ্ছ ঘটনায় জামাল হোসেন (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে (১৮) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ শনিবার (০৫ অক্টোবর) দুপুরে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনার পর অভিযোগটি হত্যা মামলা হিসেবে রুজু করা হবে বলে জানিয়েছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি। 

নিহত জামাল উদ্দিন নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ড মধুসূদন পুর এলাকার ফরিদ হাজী বাড়ির রফিক উল্ল্যার ছেলে। দুই ছেলের জনক জামাল উদ্দিন পেশায় একজন এম্বুলেন্স চালক ছিলেন। 

নিহতের বাবা রফিক উল্ল্যা জানান, প্রায় ৩মাস আগে শহরের হসপিটাল সড়কে ছিনতাই করার সময় স্থানীয়দের হাতে আটক হয় মধুসূদন পুর এলাকার রায়হানের ছেলে হৃদয়। এসময় লোকজন তাকে গণপিটুনি দিলে বাড়ির পাশের লোক হওয়ায় জামাল'সহ কয়েকজন নিজেদের জিম্মায় নিয়ে হৃদয়কে উদ্ধার করে। লোকজনের সামনে হৃদয়কে শাসন করে চড়থাপ্পড় দিয়ে ছাড়িয়ে নেয় জামাল।

তিনি আরও বলেন, চড়থাপ্পড়ের ঘটনায় ক্ষিপ্ত হয় হৃদয়। এ ঘটনার জেরে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এম্বুলেন্স বন্ধ কর পায়ে হেঁটে বাড়িতে আসছিলো জামাল। পথে ট্রাস্ট ওয়ান হসপিটালের ভিতরে গলিতে ঢুকলে অন্ধকার থেকে এসে প্রথমে জামালের পিঠে ও পরে পেটে ধারালো ছুরি দিয়ে জখম করে হৃদয়। পরে আশপাশের লোকজন জামালকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে ওই হাসপাতালে মারা যায় জামাল। 

সুধারাম মডেল থানার ওসি জানান, জামালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শুক্রবার রাত দশটার দিকে হাসপাতাল সড়ক থেকে হৃদয়কে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পুলিশ হেফাজতে সে চিকিৎসাধীন রয়েছে। জামাল হত্যার ঘটনায় একমাত্র আসামি হিসেবে হৃদয়কে অভিযুক্ত করে কারাগারে প্রেরণ করা হবে। 

আ. দৈ. /কাশেম/ সাদ্দাম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণে দেশে প্রতি বছর ১ লাখেরও বেশি মানুষের অকাল মৃত্যু
অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে কবি নজরুলের দৌহিত্র
'২০-২৫ মিনিটের ব্যবধানে মৃত্যুর হাত থেকে বেঁচেছি': শেখ হাসিনা
কিছু দুষ্টু লোক আমাদের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায়: মিজানুর রহমান আজহারী
দুদকের মামলায় বিএফআইইউ'র মাসুদ বিশ্বাস কারাগারে,রিমান্ড শুনানি রোববার
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির নেতারা গন সংযোগে ব্যস্ত
দুদকের মামলায় বিএফআইইউয়ের মাসুদ বিশ্বাস গ্রেপ্তার
চায়না পোশাকে সয়লাব দেশ
দক্ষতা ও নিষ্টার পুরস্কার, দুদকের মহাপরিচালক-পরিচালক পদে পদোন্নতি
রাজনৈতিক ঐক্যে যাতে ফাটল না ধরে: সালাউদ্দিন
সারাদেশ- এর আরো খবর
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক: মাসুদ আলম

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : [email protected]
© ২০২৪ আজকের দৈনিক
🔝