রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘দেনা পাওনা’-তে নিরুপমা চরিত্রে শুরুতে চুক্তিবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
এ নিয়ে আবারও একটি বড় বাজেটের সিনেমা হাতছাড়া হলো দীঘির। এর আগেও তাকে বাদ দেওয়া হয়েছিল আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’ থেকে, যেখানে তার জায়গায় নেওয়া হয় তমা মির্জাকে। তেমনি কোরবানি ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘টগর’-এ দীঘির জায়গায় অভিনয় করেন পূজা চেরি।
‘দেনা পাওনা’ থেকে দীঘিকে বাদ দেওয়ার বিষয়ে ছবির পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “চুক্তিবদ্ধ থাকলেও দীঘি কাজের জন্য সময় দিতে পারেননি। তাই নিরুপমা চরিত্রে প্রভাকে নেওয়া হয়েছে। এখানে কোনো অপেশাদারিত্ব বা দ্বন্দ্বের বিষয় নেই।”
তবে দর্শকদের মনে প্রশ্ন, এটা কি শুধুই সময় না-দেওয়ার ব্যাপার? কারণ অতীতেও তার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ এসেছে। ‘টগর’-এর পরিচালক আলোক হাসান এবং ‘সুড়ঙ্গ’-এর পরিচালক রায়হান রাফি উভয়েই দীঘির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ছবিটির প্রধান নারী চরিত্র নিরুপমা-তে দেখা যাবে প্রভাবান্ধ ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। এটি তার প্রথম বড়পর্দার কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক মামনুন ইমন, সিনেমায় তাকে কলকাতার এক ম্যাজিস্ট্রেট ও জমিদার পুত্রের চরিত্রে দেখা যাবে।
উল্লেখ্য, ‘দেনা পাওনা’ নির্মিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একই নামের জনপ্রিয় গল্প অবলম্বনে। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটি ইতোমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।