শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬,
১৮ মাঘ ১৪৩২
ই-পেপার

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য
নগরীতে দরিদ্রদের প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫ বেসরকারি সংস্থার সাথে ডিএনসিসির চুক্তি
নিজস্ব প্রতিবেদক :
Publish: Sunday, 24 August, 2025, 8:11 PM  (ভিজিট : 192)


রাজধানী ঢাকা শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় প্রাথমিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে ৫টি বেসরকারি সংস্থার সাথে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এই প্রকল্পটির মেয়াদ গত ৩০ জুন ২০২৫  শেষ হয়। তবে গত ১ জুলাই থেকে ডিএনসিসির সরাসরি তত্ত্বাবধানে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আজ রোববার (২৪ আগস্ট) গুলশানে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই  সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গণমাধ্যমকে এই তথ্য জানান,  ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো: জোবায়ের হোসেন ।

১৯৯৮ সাল থেকে স্থানীয় সরকার বিভাগের অধীনে এডিবি অর্থায়নে বাস্তবায়িত আরবান প্রাইমারী হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় ডিএনসিসি নগর মাতৃসদন ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নগরবাসীকে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছিল।


স্বাস্থ্যসেবাকে আরও অধিগম্য, মানসম্মত, ন্যায্য ও টেকসই করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অংশীদার বেসরকারি সংস্থাগুলোর সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় মগবাজার এলাকায় নারী মৈত্রীর দুটি ইউনিট, মোহাম্মদপুর এলাকায় নারী মৈত্রী, মিরপুর মাজার রোড এলাকায় ঢাকা আহসানিয়া মিশন, বর্ধিত পল্লবীতে বাপসা, উত্তরা এলাকায় ইউটিপিএস এবং সাতারকুল এলাকায় পিএসটিসি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে। এর মধ্যে মগবাজার এলাকার ৬টি সিআরএইচসিসি’র মধ্যে ৪টি ডিএনসিসির নিজস্ব ভবনে পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মারগুফ আরেফ জাহাঙ্গীর, হেলথ স্পেশালিস্ট, ইউনিসেফ বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নগরবাসীর মৌলিক অধিকার। এ সেবার কার্যকর বাস্তবায়নে স্বচ্ছতা ও মনিটরিং নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান একসাথে কাজ করবে।

সভাপতির বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী নগর স্বাস্থ্যসেবার দায়িত্ব ঐতিহাসিক ও আইনগতভাবে সিটি কর্পোরেশনের উপর ন্যস্ত। তিনি আরও জানান, ডিএনসিসি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনের লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাবে। অনুষ্ঠানে অংশীদার এনজিওগুলোর নির্বাহী পরিচালকবৃন্দ ও ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আ. দৈ./কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

“আচরণবিধি ভাঙার অভিযোগ, পটুয়াখালী-৩ আসনে নুর শোকজ”
“জামায়াতের বক্তব্য ও বাস্তবতার ফারাক: চরমোনাই পীর
“১২ ঘণ্টায় ফল না এলে সন্দেহের কারণ আছে: মির্জা আব্বাস
তরুণীদের শয্যাসঙ্গী হওয়ার পর যৌনরোগে আক্রান্ত হন বিল গেটস
​বাকেরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সম্প্রীতি সমাবেশ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

দুদকে না এসে সময়ের আবেদন ডিএনসিসির প্রশাসক এজাজের
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে দরপত্র জালিয়াতি, সিন্ডিকেটের কবজায় ১০০ কোটির কাজ
ফরিদপুরে ভেকু পুড়ালোর ঘটনায় বিএনপিকে জড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের ডকুমেন্টেশন এবং লিমিট লোডিং কার্যাবলীর কেন্দ্রীকরণ ও অটোমেশনে মাইলফলক অর্জন
স্বাস্থ্য- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝