যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নথিপত্রের আরও একটি বিশাল অংশ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলোর মতো নতুন এই নথিতেও উঠে এসেছে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম। এই তালিকায় রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা তথা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।
শুক্রবার (৩০ জানুয়ারি) আমেরিকার বিচার বিভাগ এপস্টিন ফাইলের ৩০ লাখ পৃষ্ঠা প্রকাশ্যে এনেছে। তার মধ্যে রয়েছে ২০০০ ভিডিও ও ১ লক্ষ ৮০ হাজার ছবি। এর আগে প্রকাশিত ফাইলগুলোয় এপস্টাইনের সঙ্গে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রকাশিত ফাইলগুলোর মধ্যে এপস্টাইনের নিজের লেখা বেশ কিছু ড্রাফট ইমেল পাওয়া গেছে। সেখানে দাবি করা হয়েছে, রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন।
সেখানে আরও দাবি করা হয়, গেটস এই রোগটি গোপন রাখতে তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন। তবে বিল গেটসের পক্ষ থেকে এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
গেটসের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিল গেটসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়ে চরম হতাশা থেকে এপস্টাইন এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছিলেন।
প্রকাশিত ফাইলে আরও দাবি করা হয়েছে, ২০০৯ সালে নিজের সিনেমা ‘অ্যামেলিয়া’-র প্রচারের সময় অপর এক দণ্ডিত যৌন অপরাধী ঘিসলাইন ম্যাক্সওয়েল আয়োজিত একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন মীরা নায়ার।
উল্লেখ্য, এপস্টিনের সঙ্গে বন্ধুত্বের কথা অস্বীকার করেননি ট্রাম্প। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত বছরের নভেম্বরে এপস্টিন সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। ২০০৮ সালে এপস্টাইনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়। ২০১৯ সালের আগস্ট মাসে গ্রেপ্তারের মাসখানেকের মাথায় জেলে আত্মহত্যা করেন তিনি।