ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সমর্থিত অপরাধীদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনরগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট হাসানুল বান্না পদত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত। নিয়োগের পর কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন বলে জানা যায়।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর অব্যাহতির আবেদন করেছেন।
অপর প্রসিকিউটর (প্রশাসক) গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।
হাসানুল বান্না দীর্ঘদিন জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত বলেও জানান প্রসিকিউটর গাজী তামিম। তিনি বলেন, নিয়োগের পর মাত্র কয়েকদিন নিয়মিত অফিস করেন। এর পরই তার জটিল রোগ ধরা পড়ে। এর পর থেকেই তিনি ছুটিতে রয়েছেন। এরআগে গত ১ জানুয়ারি প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান রাজশাহী জজ কোর্টের আইনজীবী হাসানুল বান্না।
আ. দৈ./কাশেম