এনসিসি ব্যাংকের ৩২ বছর পূর্তি উপলক্ষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাসব্যাপী ৫ হাজারের অধিক বৃক্ষরোপণ কর্মসূচী ‘এনসিসি নিসর্গ’ এর কার্যক্রম শুরু হয়েছে।
“আপনার সাথে সবুজের পথে” এই শ্লোগানকে উপজীব্য করে সম্প্রতি ঢাকার কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন।
এই সময় উপস্থিত ছিলেন, স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম, এনসিসি ব্যাংকের শ্যামলী শাখার এসভিপি এবং হেড অব বিজনেস অ্যান্ড ব্রাঞ্চ মোঃ জসিম উদ্দীন, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ সাইফুল আলম, শাখার অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে, স্কুল প্রাঙ্গণে ৩২টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়া প্রায় ১০০ জন স্কাউট সদস্যের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির লক্ষ্য ও পরিধি, এই কর্মসূচির আওতায় সারাদেশের ৪০টি স্কুল প্রাঙ্গণে, অন্ততপক্ষে ৩২টি করে ফলজ/বনজ গাছের চারা রোপণ করা হবে এবং প্রায় ৫,০০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।
ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্যে এম. শামসুল আরেফিন বলেন, এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরই “এনসিসি নিসর্গ” বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে। দেশের ২৫ শতাংশ বনভূমির প্রয়োজনীয়তার তুলনায় বর্তমান সংখ্যা অপ্রতুল, ঘরে, আঙিনায়, রাস্তার পাশে, ছাদে গাছ লাগানোর আহ্বান জানান।
একটি গাছ অক্সিজেন দেয়, পরিবেশ সতেজ রাখে, কার্বন নিঃসরণ কমায়, সবুজ ও টেকসই অর্থায়নের ক্ষেত্রে এনসিসি ব্যাংকের অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি।
এছাড়া, ভবিষ্যত প্রজন্মের জন্য সবুজ, দূষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।