মেয়ে আরাধ্যা রাই বচ্চনকে এক মুহূর্তের জন্যও কাছ-ছাড়া করেন না বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। ঐশ্বরিয়া পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, সেখানেই সঙ্গে করে নিয়ে নিয়ে যান ছোট্ট আরাধ্যাকে। নেটিজেনদের মাঝে তিনি 'সুপারমম' বলেই খ্যাতি পেয়েছেন এখন। এ রকম 'সুপারমম' কীভাবে হওয়া যায়, তা প্রশ্ন রাখা হয়েছিল ঐশ্বরিয়ার কাছে।
মেয়ে আরাধ্যাকে নিয়ে ঐশ্বরিয়া বলেন,'আপনি যদি নিজে মা হন, তাহলে সন্তানের জন্য কী শ্রেষ্ঠ সেটা আপনিই জানেন। আমরা সবাই মানুষ। তাই সবাইকে উপদেশ দেয়া ঠিক নয়। যখন জন্মেছিলাম তখন তো নিয়মের বই নিয়ে কেউই জন্মায়নি। তাই নিজে যেভাবে বোঝেন সেভাবে সন্তান মানুষ করা উচিৎ।'
কেন সবসময় মেয়েকে নিয়ে সব জায়গায় যান ঐশ্বরিয়া, এ প্রশ্নও করা হয় তাকে। উত্তরে তিনি বললেন, 'ও তো আমার মেয়ে। তাই আমি যেখানে যাব ওকে নিয়ে যাব, সেটাই তো স্বাভাবিক।'
বলিউডের অন্দরে কিছু দিন ধরেই গুঞ্জন, সম্পর্ক নাকি ভালো নেই অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। এও শোনা যাচ্ছে, তারা নাকি বিচ্ছেদের পথে পা বাড়াতে চলেছেন। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। কিছুদিন আগেই আবু ধাবিতে অনুষ্ঠিত আইফা ২০২৪-এ হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যা। স্বামী অভিষেককে সেই সফরে দেখা যায়নি।
আ.দৈ/এআর