দেশের ৬৪টি জেলায় পদযাত্রা শেষে ঢাকার সমাবেশ থেকে ‘জাতীয় ইশতেহার’ ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেই লক্ষ্যে শহীদ মিনারকে সাজানো হয়েছে এনসিপির কর্মসূচি কেন্দ্র করে। ইতোমধ্যে সেখানে দলে দলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারি রাখছেন। সারাদেশের লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতির টার্গেট নিয়েছে দলটি।
রোববার (৩ জুলাই) বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই সমাবেশ।সরেজমিনে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, এখনো নেতাকর্মীদের সমাগম ঘটেনি। মঞ্চ সাজানোর কাজ চলমান, ক্লান্ত নেতাকর্মীদের জন্য রয়েছে পানি পানের সুব্যবস্থা। দুই একটি জেলার নেতাকর্মীদের এসময় সমাবেশ সফল করার উদ্দেশে ব্যানার হাতে আসতে দেখা যায়।
এসময় পুরো এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা যায়।সমাবেশে আসা এক জুলাই যোদ্ধা ও এনসিপির কর্মী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক আশা ছিল, কিন্তু এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আজকে এই সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে দেশের ৬৪ জেলা থেকে সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীরা আসবেন। আমরা আশা করি আজকে আমাদের লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে এই শহীদ মিনারে।
দিনাজপুর থেকে আসা কয়েকজন নেতাকর্মী বলেন, বিগত সরকার আমাদের অনেক অধিকার পূরণ করতে ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনে পরে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে। সেগুলো পূরণ করে নতুন বাংলাদেম গড়ার লক্ষ্যে আজকে আমরা সদলবলে সমাবেশে এসেছি।