রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় এক নারীর ব্যাগ ছিনতাই এবং তাকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে আহত করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর রামপুরার বনশ্রীতে পিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অর্গানাইজড ক্রাইম দক্ষিণ (এসআইঅ্যান্ডও-দক্ষিণ) বিশেষ পুলিশ সুপার মো. আবদুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রবিউল (৩৩)। তিনি একজন পেশাদার ছিনতাইকারী। ভিডিও ফুটেজ, প্রযুক্তি ও আগের মামলার ধরন বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। পরে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি বলেন, ভোরবেলা রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে বেড়িয়ে সাধারণ মানুষকে টার্গেট করে ছিনতাই করতেন তিনি ও তার দুই সহযোগী। তাদের টার্গেট ছিল অফিসগামী নারীরা, যারা একা থাকেন এবং ব্যাগ বা মোবাইল হাতে থাকেন।
পিবিআই জানায়, গ্রেপ্তার রবিউল জানিয়েছেন, তারা এখন পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। একেকবার ছিনতাইয়ের পর মোবাইল ফোন ও টাকা ভাগ করে নেন। ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্র ফেলে দেন কিংবা ফেলে চলে যান। ছিনতাইয়ের কাজে ব্যবহার করতেন সাদা রঙের একটি প্রাইভেট কার।
প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল সকাল ৫টা ৪৫ মিনিটে গাজীপুরের চন্দ্রা থেকে ঢাকায় আসা ফারহানা আক্তার জাহান নামের এক কলেজশিক্ষিকা সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন। বাসে উঠার জন্য দাঁড়িয়ে থাকা অবস্থায় সাদা একটি প্রাইভেট কার থেকে একজন তার ব্যাগ ছোঁ মেরে টান দেয়। ব্যাগের বেল্ট হাতে আটকে থাকায় তিনি পড়ে যান এবং গাড়ির সঙ্গে টেনে নিয়ে যাওয়া হয়। কিছুদূর গিয়ে ছিনতাইকারীরা ব্যাগ ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়।
ওই ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। এরপর থেকেই মামলার তদন্ত শুরু করে পিবিআইয়ের বিশেষ ইউনিট।
পিবিআই জানায়, এই চক্রে আরও কয়েকজন সদস্য রয়েছে। তাদেরও শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্ত শেষে শিগগিরই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছে পিবিআই।