রবিবার, ২৭ জুলাই ২০২৫,
১২ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

রবিবার, ২৭ জুলাই ২০২৫
সারাদেশ
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮
নাটোর প্রতিনিধি
Publish: Wednesday, 23 July, 2025, 5:40 PM  (ভিজিট : 33)

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা ৬ জন নারীসহ ৮ জন নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন।খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন, নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন কুষ্ঠিয়া দৌলতপুর উপজেলার প্রাগপুর এলাকার রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন (৪০), দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (৬৫), একই উপজেলার ধর্মদহ এলাকার মৃত জাহিদুল ইমলামের স্ত্রী শেলি বেগম (৬০), একই উপজেলার ধর্মদহ এলাকার মোল্লার স্ত্রী আঞ্জুমানআরা (৬০), একই উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী আন্না বেগম (৬০), কুষ্ঠিয়া জেলার দৌলতপুর উপজেলার মিজানুর রহমানের স্ত্রী আনু বেগম (৫৫), মাইক্রোবাসচালক রুবেল হোসেন (৩২) মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দা এবং একই জেলার বাসিন্দা সিমা খাতুন।

নাটোর বনপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা ওসি ইসমাঈল হোসেন বলেন, ‘সকালে মেহেরপুর থেকে একটি মাইক্রোবাসে করে পরিবারের সদস্যদের নিয়ে জাহিদুল ইসলাম তার ছেলের বৌকে দেখতে সিরাজগঞ্জ হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় মাইক্রোবাসটি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আইড়মারী (তরমুজ পাম্প) এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা নারীসহ ৫ জন নিহত হন। এ সময় তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।’ 

তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনেরও মৃত্যু হয়। 

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন নিশ্চিত করে বলেন, ‘বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর অবস্থায় আহত তিনজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।’

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন আমাদের সময়কে বলেন, ‘ঘটনাস্থলে মাইক্রোবাসের পাঁচজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।’

আ.দৈ/আরএস





   বিষয়:  নাটোরে   ট্রাক   মাইক্রোবাস   সংঘর্ষে   নিহত   বেড়ে ৮  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বুড়িগঙ্গায় বছরে দুইবার মেয়র-ডিসিদের গোসল বাধ্যতামূলক করার প্রস্তাব জামায়াত নেতার
গণপূর্তে আবার ইসকনের থাবা, অজন্তার তদ্বিরে দিশেহারা গণপূর্ত অধিদপ্তর
শহীদ পরিবারের সঙ্গে না বসে সরকার চেয়ার ছাড়তে পারবে না, বললেন সারজিস
ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করার দাবি, সেই যুবদল নেতা জনি আটক
ক্রীড়ার সাথে আজীবন থাকবো ইনশাআল্লাহ : কামরুজ্জামান সোহাগ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

ঘুরে ফিরে এস আলমের দোসরই ইসলামী ব্যাংকের এমডি হচ্ছেন
প্রধান উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্লোগান দেওয়া যুবলীগ নেতা আটক
বেতন-ভাতা ফেরত দিয়ে স্বাস্থ্য উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ
পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে : প্রধান উপদেষ্টা
গণপূর্তে আবার ইসকনের থাবা, অজন্তার তদ্বিরে দিশেহারা গণপূর্ত অধিদপ্তর
সারাদেশ- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝