জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ছেলেদের নাক চিপলে দুধ বের হয় বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
রোববার (২০ জুলাই) বিকেলে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বলেন, এনসিপির ছেলেদের নাক চিপলে দুধ বের হয়। তারা কোটা বিরোধী আন্দোলন করেছে, একদফা আন্দোলন নয়।
তিনি আরও বলেন, এনসিপি সরকারের একটা পোষ্য দল। সরকার যত চেষ্টাই করুক এই জুলাইকে বিক্রি করে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। ছিল টিনের চালার বাড়ি, আর এখন চড়ে ৪/৫ কোটি টাকার গাড়িতে। একশ গাড়ি বহর নিয়ে তারা প্রোগাম করে। কোথায় টাকা পায়? বসুন্ধরা গ্রুপ, আজাদ সাহেবের টাকা, সালমান এফ রহমানের টাকা। আওয়ামী দোসরদের টাকায় আপনারা প্রোগ্রাম করে বেড়াচ্ছেন।
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে দৌলতপুর থানা বাজারে এ সভার আয়োজন করে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল।