কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'জুলাই শহিদ দিবস' উপলক্ষে ইবি'র স্কুল শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রাফিতি (ক্যালিগ্রাফি) প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে স্কুল শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭৭ জন স্কুল শিক্ষার্থী এবং ৫ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেন।
এদিকে, যোহরের নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, জুলাই বিপ্লবকে স্মৃতিময় করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। আজকের দিনে আবু সাঈদ ঘাতকের বুলেটে নিহত হয়েছিল। তার মৃত্যুতে সারাদেশে গণবিপ্লব বেগবান হয়েছিল। ফলশ্রুতিতে স্বৈরশাসক দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। সর্বোপরি শহীদ আবু সাঈদ চিত্রাঙ্কন প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায় যাদের ঐক্যান্তিক প্রচেষ্টার ফলে আয়োজন সফল হয়েছে।
দোয়া মাহফিলে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, আজকের এইদিনে আবু সাঈদ নিহত হয়েছিল, তার রক্তের বিনিময়ে আমরা পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি। আমরা তার এবং সকল শহিদদের জন্য দোয়া করবো।
উপ-উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী বলেন, মাস ব্যাপি আলোচনার অংশ হিসেবে আজকের দোয়া মাহফিল। জুলাই বিপ্লবের সময় ছাত্রদের যখন গ্রেপ্তার করেছিল আমরা তাদের থানা থেকে বের করে এনেছিলাম। যে ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তনে কাজ করে না তার ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন না। ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে জুলাই দামাল ছেলেরা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে দিয়েছিলো।
যতদিন সরকার জুলাই বিপ্লব কে সাংবিধানিক স্বীকৃতি না দিবে ততদিন ৭১'র মতো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে না। যতদিন ঘোষণা পত্র না দিবেন ততদিন চাঁদাবাজি,হত্যা লুণ্ঠন চলতেই থাকবে। চব্বিশের আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পরবর্তীতে সরকার পতনের বিপ্লবে রুপ নেয়। খেটে খাওয়া মানুষসহ আপনি আমি সকলের সমান অধিকার আছে। সুতরাং কেউ কারো অধিকার লঙ্ঘন করবেন,অন্তত এই পরিবর্তিত দেশে সেটা মোটেও সমীচীন নয়।
উল্লেখ্য, কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আবু ইউসুব আলী সহ শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।
আ. দৈ./কাশেম