চীন সফরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্যের উচাং ইউনিভার্সিটি অফ টেকনোলজির সঙ্গে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজ সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে উপাচার্যের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইন্টারন্যাশনাল অ্যাফিয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন মিঝি, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক মো. সাহেদ হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এস এম সুইট ও ইবি সাংবাদিক সমিতি, ইবি প্রেস ক্লাব, ইবি রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকবৃন্দ প্রমুখ।
জানা যায়, চীনের ওহানে ফোরাম সাইনিং সিরিমনি উইথ চাইনিজ ইউনিভার্সিটি সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এ সমঝোতা স্মারকে প্রাধান্য বিষয়সমূহ হলো, ছাত্র ও একাডেমিক শিক্ষকদের বিনিময়, শিক্ষা কার্যক্রম বা পাঠ্যক্রম উন্নয়ন, সম্মিলিত গবেষণা ও একাডেমিক প্রবন্ধ প্রকাশের সম্ভাবনা, পারস্পরিক সহযোগিতায় সম্মেলন, সেমিনার ও কর্মশালার আয়োজন, উন্নয়নের বাধাসমূহ উত্তরনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা, সনদপ্রাপ্ত ও অসনদপ্রাপ্ত কোর্স সহ বিভিন্ন প্রস্তাবনা উল্লেখযোগ্য।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। চীনে আমাদের শিক্ষার্থী ও একাডেমিক শিক্ষকবৃন্দ বিনিময় ঘটবে যা আমাদের শিক্ষা ও গবেষণায় ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। আমাদের শিক্ষা কারিকুলাম উন্নত করার লক্ষ্যে পারস্পরিকভাবে তাদের সাথে কাজের সুযোগ সৃষ্টি হবে। এরপর কোন স্পেসিফিক বিষয় বা প্রজেক্ট সমন্বয়ের মাধ্যমে গবেষণা করার সুযোগ তৈরি হবে এবং তারা অর্থায়ন করবে। তিনি আরও বলেন, উন্নয়নে সীমাবদ্ধতার জায়গাগুলোতে বিশেষ প্রশিক্ষণে ব্যবস্থা থাকবে। পাশাপাশি সনদপ্রাপ্ত ও অ-সনদপ্রাপ্ত কোর্স থাকবে।
উল্লেখ্য, একটি উচ্চশিক্ষা প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গত ৬ জুলাই থেকে ৬ দিনের চীন সফর করেন। সফরকালে চীনের উচাং ইউনিভার্সিটি অব টেকনোলজি এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আ. দৈ./কাশেম