চীন সবসময় বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু, প্রতিবেশী এবং সহযোগী হতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশন (আসিয়ান) সদস্যদেশগুলোর শীর্ষ কূটনীতিকদের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের বন্ধু হওয়ার পাশাপাশি বিশ্বাসযোগ্য প্রতিবেশী এবং সহযোগী হতে চায় চীন।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর ব্যুরোর সদস্য ওয়াং বলেন, চীন বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সমর্থন করে। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
চলতি বছর চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করে তিনি বলেন, এটি অতীত ও ভবিষ্যতের সম্পর্ক স্থাপনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন আধুনিকীকরণ অর্জন এবং এশিয়ার উন্নয়ন ও পুনরুজ্জীবনে অবদান রাখতে বাংলাদেশ এবং অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক।