বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিলো শোকে। ভারতের উত্তরপ্রদেশের সম্বলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরসহ তার পরিবারের আট সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) সকালে জেবনাই গ্রামের জনতা ইন্টার কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
নিহতদের মধ্যে রয়েছেন বর সুরুজ (২৪), তার ভাবি আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্য (২), বরের ভাইয়ের ছেলে বিষ্ণু (৬), বরের এক চাচি এবং আরও দুই শিশু। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের দিন সকালে বর ও তার পরিবারের মোট ১০ জন সদস্য একটি এসইউভি গাড়িতে করে কনের বাড়ির উদ্দেশে রওনা দেন। গন্তব্য ছিল সিরতৌল গ্রাম। পথে অতিরিক্ত গতিতে চলা গাড়িটি জনতা ইন্টার কলেজের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়।
স্থানীয়রা তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী জেবনাই কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। আহত দুইজনের অবস্থাও সংকটজনক, তাদের উন্নত চিকিৎসার জন্য আলিগড়ের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা। তিনি বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও চিকিৎসা দল পাঠানো হয়। গাড়ির অবস্থা দেখে বোঝা যাচ্ছে, কতটা ভয়ংকর ছিল সেই সংঘর্ষ।”
এ দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রাস্তায় ছড়িয়ে রয়েছে গাড়ির ভাঙা অংশ, রক্তের দাগ এবং হতাহতের করুণ চিত্র।