ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫২৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৯ জুলাই) ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক জাকারিয়া তাহের, নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মুখলেসুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুস সাত্তার সরকার, স্বতন্ত্র পরিচালক মোঃ জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ ও কোম্পানী সচিব মো. কায়সার রশিদ উপস্থিত ছিলেন।
এসময় নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। আদিল চৌধুরীও পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, ন্যাশনাল ব্যাংকের মতো ঐতিহ্যবাহী একটি ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। পরিচালনা পর্ষদের দূরদর্শী নেতৃত্ব এবং ব্যাংকের দক্ষ টিমের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ব্যাংকটিকে টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় সভায় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের দিক-নির্দেশনা প্রদান করা হয়।