বাংলা চলচ্চিত্রের খল চরিত্রে পরিচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা দায়ের করেছেন এক পোশাক শ্রমিক। মামলায় ডিপজলের ব্যক্তিগত সহকারী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে এই মামলা করেন ভুক্তভোগী মো. রাশিদা আক্তার। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, রাশিদা নিজেকে ডিপজলের একজন ভক্ত বলে দাবি করেন। গত ২ জুন কুরবানির ঈদের আগে তিনি গাবতলী পশুর হাটে গরু দেখতে যান। সেখানে জানতে পারেন, হাটের এক অফিসে ডিপজল উপস্থিত রয়েছেন। তিনি ডিপজলের সঙ্গে দেখা করতে গেলে তার পিএস ফয়সাল ও আরও কয়েকজন তাকে অফিস থেকে জোর করে বের করে দেন এবং সেখানে মারধরের শিকার হন।
রাশিদার অভিযোগ, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, কাপড় পেঁচিয়ে যায়, এবং ফয়সালের নির্দেশে কয়েকজন ব্যক্তি তাকে ধরে মারধর করেন। এক পর্যায়ে ফয়সালের নির্দেশে এক ব্যক্তি একটি গ্যালন এনে দেয় এবং সেটির তরল পদার্থ তার শরীরে ঢেলে দেওয়া হয়। এরপর প্রচণ্ড ব্যথা ও জ্বালাপোড়া অনুভব করেন তিনি।
ভুক্তভোগী বাসায় ফিরে পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে শরীরে ফোসকা ও ব্যথা অনুভব করে তিনি চিকিৎসা নিতে বাধ্য হন। কিছুটা সুস্থ হয়ে ওঠার পর তিনি আইনি সহায়তা নেন এবং আদালতে মামলা দায়ের করেন।