শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫,
৩০ কার্তিক ১৪৩২
ই-পেপার

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
আইন-আদালত
সুপ্রিম কোট. ইউএনডিপি ও সুইডেন দূতাবাসের সহায়তায় ল’রিপোর্টার্সদের কর্মশালা অনুষ্ঠিত
দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় অনুসন্ধানী সাংবাদিকতা আরো বেশি প্রয়োজন : তথ্য সচিব
নিজস্ব প্রতিবেদক
Publish: Sunday, 29 June, 2025, 5:34 PM  (ভিজিট : 124)

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, অনুসন্ধানী সাংবাদিকতা সত্যের পক্ষে দাঁড়ায়, স্বচ্ছতা নিশ্চিত করে এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের ভিত্তি মজবুত করতে আইন বিষয়ক সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।বর্তমান পরিস্থিতিতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায়  আরো বেশি অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন ।

আজ রোববার (২৯ জুন) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) উদ্যোগে আইন বিষয়ক রিপোর্টারদের অনুসন্ধানী সাংবাদিকতার ওপর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব এ কথা বলেন।

সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি’র যৌথ অংশীদারিত্বে এবং সুইডেন দূতাবাসের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভুঁইয়া।রেজিস্ট্রার জেনারেল কর্মশালায় বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের গত ২৪ সেপ্টেম্বর ঘোষিত বিচার বিভাগীয় সংস্কার রোডম্যাপ বাস্তবায়নের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য, পৃথক জুডিশিয়াল সচিবালয় গঠন, জুডিশিয়াল কাউন্সিল পুনরায় কার্যকর করা, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইন পাস। 

 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক। তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা শুধু একটি কাজ নয়, এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী মাধ্যম। গণমাধ্যমই পারে জনগণের কণ্ঠস্বর রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতে। ইউএনডিপি সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের সঙ্গে বিচার সংস্কারে নিবিড়ভাবে কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমকো’র মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা শুধু সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করেন না, তারা সমাজ পরিবর্তনের অগ্রদূতও বটে। নিমকোর সহকারী পরিচালক ও কর্মশালা পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় আইনগত স্টোরিটেলিং, সূত্রের সুরক্ষা, জটিল আইন সহজভাবে ব্যাখ্যা, বিচার বিভাগীয় স্বচ্ছতা ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির টুলস ইত্যাদি বিষয়ে ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালনা করেন ইউএনডিপি’র সিনিয়র রুল অব ল’ অ্যাডভাইজর রোমানা শোয়েগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, বাংলা আউটলুকের স্পেশাল করেসপন্ডেন্ট মুক্তাদির রশিদ, এপি’র ব্যুরো চিফ জুলহাস আলম। 

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক এবং কর্মশালা পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় দিনব্যাপী এই কর্মশালায় ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী, ইউএনডিপি ও সুপ্রিম কোর্টের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় নিমকোর পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ, ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুমসহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.দৈ. /কাশেম

আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, ব্রিটিশ মন্ত্রীকে ড. ইউনূস
ডিএনসিসির নগর ভবনের সামনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের অবস্থান
বিএনপি-জামায়াত বিভাজন, মাঠে আ. লীগের সুযোগ: নাসিরুদ্দিন
এআই’র সাহায্যে লকডাউন চালিয়েছে আওয়ামী লীগ: এ্যানি
দেশি মুরগি না খাওয়ার’ শিক্ষিকার স্বামী ৫ তলা বাড়ির মালিক
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি আরিফ; সম্পাদক উবাইদা
রাজধানীতে ফায়ার সার্ভিসের গেটের পাশে বাসে অগ্নিকাণ্ড
আ’লীগের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি,সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
সাঈদ খোকনসহ ৩জনে বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা দুদকের
প্রতিবন্ধী একটি পরিবারের ৩ বছর বয়সী শিশু কিডনি রোগে আক্রান্ত, সাহায্যের আবেদন
আইন-আদালত- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik$gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝