মাদারীপুরে অনুর্ধ্ব ১৫ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ফুটবল প্রতিযোগিতায় ৪টি উপজেলা থেকে ৪টি দল অংশগ্রহণ করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ অর্থ বছরের আওতায় এই খেলায় আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুল, কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাজৈর কে.জে.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও নন্দকুমার সরকারি উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে। এতে আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুল দল কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দল কে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন এর সভাপতিত্বে খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিব উল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা তানিয়া ফেরদৌস, সহকারী কমিশনার রিজভী আহমেদ সবুজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষক-শিক্ষার্থী সহ অন্যরা।
জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন বলেন, তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চার হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
আ. দৈ. /কাশেম/ ইমদাদুল