নারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর বাংলাদেশের ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা পাচ্ছেন কড়া শাস্তি। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। একই শাস্তি পেয়েছেন নেপালের খেলোয়াড় সিমরানও। পাশাপাশি, দুজনকেই ৫০০ ডলার করে জরিমানা গুনতে হবে।
ঘটনার সূত্রপাত ১৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ-নেপাল ম্যাচের ৫৫তম মিনিটে। প্রতিপক্ষ খেলোয়াড় সিমরান সাগরিকাকে ফাউল করার পর তাকে মাথা ও চুল ধরে টেনে ফেলেন। উত্তেজিত হয়ে পাল্টা প্রতিক্রিয়ায় জড়ান সাগরিকা। রেফারি দু’জনকেই লাল কার্ড দেখান।
সাধারণত লাল কার্ড দেখলে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তি বাড়ানো যেতে পারে। সাগরিকার ক্ষেত্রেও হয়েছে তাই।
এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ সাগরিকার ভূমিকা ছিল প্রতিক্রিয়ামূলক। ফলে তারা তিন ম্যাচের নিষেধাজ্ঞাকে ‘অতিরিক্ত’ বলেই মনে করছে।
নিষেধাজ্ঞার ফলে সাগরিকা ১৬ জুলাই ভুটান এবং ১৯ জুলাই শ্রীলংকার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। আগামী ২১ জুলাই আবার নেপালের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবেন তিনি।
চাইলেই বাফুফে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারত। তবে তা করতে গেলে বাড়তি কয়েকশ ডলার খরচ করতে হতো, যা ফেডারেশন আপাতত করতে আগ্রহী নয়। জরিমানার অর্থ পরিশোধ করবে বাফুফেই।
উল্লেখ্য, দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন এই টুর্নামেন্টের স্বাগতিক বাংলাদেশকে আর্থিক সহায়তা দিয়েছে, সেখান থেকেই জরিমানার খরচ বহন করা হবে।