শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বিশাল জয়ে সমতা আনে লিটন দাসের দল। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ ম্যাচ তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।
আগের ম্যাচে জয় পেলেও এই ম্যাচে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচে মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় দলে ঢুকেছেন শেখ মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব।
শ্রীলংকাও তাদের একাদশে দুইটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন আবিষ্কা ফার্নান্দো ও চামিকা করুনারত্নে। একাদশে জায়গা পেয়েছেন দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস।
তৃতীয় এই টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সামনে আছে ইতিহাস গড়ার সুযোগ। এর আগে কখনও শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজ জিতলেই প্রথমবারের মতো সেই সাফল্যের স্বাদ পাবে টাইগাররা।
প্রতিপক্ষ লংকানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনও পর্যন্ত খেলেছে মোট ১৯টি ম্যাচ, জিতেছে ৭টিতে, হেরেছে ১২টি। পাঁচটি দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিয়ে মাত্র একবারই সিরিজ ড্র করতে পেরেছে টাইগাররা—২০১৭ সালে শ্রীলংকায় দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছিল।
চলমান সফরের শেষ ম্যাচ এটি। এর আগে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ হারে ১-০ ব্যবধানে, আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারে ২-১ ব্যবধানে। সফরের শেষটা রাঙাতে এবার টাইগারদের লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ জয়।
দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটকিপার), কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, বিনুরা ফার্নান্দো ও নুয়ান থুশারা