বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫,
১৬ শ্রাবণ ১৪৩২
ই-পেপার

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
রাজনীতি
প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক রাজনৈতিক সংকট কাটবে: ইসলামী আন্দোলন
নিজেস্ব প্রতিবেদক
Publish: Saturday, 14 June, 2025, 10:40 AM  (ভিজিট : 49)

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক অভিহিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, এই সমঝোতা রাজনৈতিক সংকট নিরসনে ভূমিকা রাখবে।  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ মন্তব্য করেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার (১৩ জুন) লন্ডনে অনুষ্ঠিত বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে চলমান রাজনৈতিক অস্থিরতার নিরসনে একটি বড় অগ্রগতি। বিএনপি দীর্ঘদিন ধরে ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এপ্রিলের সম্ভাব্য সময়সূচি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে চাপা উত্তেজনা তৈরি হয়েছিল। এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব আসা এবং প্রধান উপদেষ্টার শর্তসাপেক্ষে তা বিবেচনার অঙ্গীকার একটি ইতিবাচক দৃষ্টান্ত। এজন্য আমরা উভয় নেতাকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, সংস্কার, বিচার ও জুলাই সনদ বিষয়ে বিএনপির নীতিগত সমর্থন পাওয়া গেছে—এটি দেশের ভবিষ্যৎ গণতন্ত্রচর্চার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, এই প্রক্রিয়া স্বৈরতন্ত্রমুক্ত একটি বাংলাদেশের ভিত্তি গঠনে সহায়ক হবে।  আশাবাদ ব্যক্ত করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আজকের এই সংলাপের পর রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হবে, অনিশ্চয়তা দূর হবে এবং একটি বৃহত্তর ঐকমত্য গড়ে উঠবে।

তবে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা খলিলুর রহমানের বক্তব্যের ভাষা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। তার ভাষায়, প্রফেসর ইউনূস হলেন বাংলাদেশের সরকার প্রধান। অন্যদিকে তারেক রহমান একটি রাজনৈতিক দলের নেতা। এমন বাস্তবতায় তাদের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও একে ‘যৌথ বিবৃতি’ বলা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে শোভনীয় নয়।

তিনি আরও বলেন, দেশের সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি। এককভাবে বিএনপির মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ গ্রহণযোগ্য নয়।

আ. দৈ./ কাশেম
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ: সালাহউদ্দিন
এ জন্মে আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না: দেব
সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
রাষ্ট্র মেরামতের এ সুযোগ মিস করলে কয়েক দশকেও আর পাওয়া যাবে না: আসিফ নজরুল
আমরা এমন জাতি, নিজেদের সন্তানদের পুড়িয়ে মারি: মির্জা ফখরুল
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

কমার্স ব্যাংকের এমডি মোশারফ হোসেনকে অপসারণ
দুর্নীতির দায়ে বহিষ্কৃত ওমর ফারুক এমডি হতে মরিয়া
সীমান্ত ব্যাংক এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পানির জন্য পল্লবীতে বিহারীদের সড়ক অবরোধ
বড় মেয়ের পালিয়ে বিয়ের জেরে, ছোট মেয়েকে ৪ বছর ঘরবন্দি করে রাখলেন বাবা
রাজনীতি- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

মফস্বল সম্পাদক : ০১৭৭৫৮১৮২৭৫, ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝