বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর অঞ্চলের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২৬ শে সেপ্টেম্বর) শহরের কবি জসিম উদ্দিন হলে সংগঠনের সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম রত্ন,পৌর ছাত্র শিবিরের সেক্রেটারি আকমল হোসেন সহ ইসলামী ছাত্র শিবির ফরিদপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
" দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়ব সমাজ সফল হবে আন্দোলন '' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ফরিদপুর অঞ্চলের ২০২৪ সালের এ সাথী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে ইসলামী ছাত্র শিবিরের আগামী দিনের পথচলা ও ভবিষ্যৎ রাজনীতিতে তাদের করণীয় সম্পর্কে আলোচনা ও দিক নির্দেশনা দেয়া হয়।
আ. দৈ. /কাশেম/রানা,