ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার আগে রাজধানীসহ সারাদেশে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
শনিবার (১৫ নভেম্বর) রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানীর হাজারীবাগ, দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভারে তিনটি বাসে এবং ময়মনসিংসে কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে।
এছাড়া হাতিরঝিলের মধুবাগে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক পথচারী আহত হওয়ার খবর পাওয়া যায়। আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে হাতবোমার বিস্ফোরণ,আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আর গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় তিনটি পেট্রলবোমা হামলা হয়েছে। এতে ব্যাংকটির ফটকে থাকা সাইনবোডর্টির সামান্য ক্ষতি হয়েছে।
এদিকে, রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যানবাহন চলাচল। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানও চলছে স্বাভাবিক নিয়মে। তবে রাস্তায় বা গণপরিবহনসহ অন্যান্য পরিবহনে চলাচল করা সাধারণ নাগরিকরা রয়েছেন আতঙ্কে। কখন তাদের উপর ককটেল বা পেট্রোল বোমা বিস্ফোরণ করা হয়।
এসব বিয়য়কে বিবেচনায় নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণের নিরাপত্তা কথা চিন্ত করে রাজধানী ঢাকাসহ দেশের চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীসহ বিভিন্ন অপরাধে জড়িত দুই শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।