বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬,
১৫ মাঘ ১৪৩২
ই-পেপার

বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
খেলাধুলা
তিন এআইয়ের একই ভবিষ্যদ্বাণী, আইপিএল চ্যাম্পিয়ন হবে যে দল
স্পোর্টস ডেস্ক
Publish: Tuesday, 3 June, 2025, 5:06 PM  (ভিজিট : 227)

অবশেষে এসে গেল সেই দিন। আজ (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। এই দুই দল কোয়ালিফায়ার-১ ম্যাচেও একে অপরের বিপক্ষে খেলেছিল। সেদিন একপেশে লড়াইয়ে পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়েছিল আরসিবি। তবে এরপর থেকেই ঘুরে দাঁড়িয়েছে শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দল। কোয়ালিফায়ার-২ তে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাঞ্জাব।

ফাইনালের আগে দুই দলই আত্মবিশ্বাসে টইটম্বুর। কিন্তু শেষ পর্যন্ত শিরোপা হাতে তুলবে কেবল একটি দলই।

এই ম্যাচে কে এগিয়ে তা নিয়ে যেমন সমর্থকদের মধ্যে মতভেদ, তেমনি কৌতূহল তৈরি হয়েছে প্রযুক্তিনির্ভর ভবিষ্যদ্বাণী নিয়েও। তাই জনপ্রিয় তিনটি এআই প্ল্যাটফর্ম- গ্রক, জেমিনাই এবং চ্যাটজিপিটি-এর কাছে জানতে চাওয়া হয় তাদের পূর্বাভাস। তিনটি প্ল্যাটফর্মই একসঙ্গে একটি দলকেই বিজয়ী হিসেবে বেছে নিয়েছে।

এক্স এর গ্রক যা বলছে-
উপলব্ধ পরিসংখ্যান অনুযায়ী, ফাইনালে খানিকটা এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোয়ালিফায়ার-১ এ তারা পাঞ্জাবকে মাত্র ১০১ রানে অলআউট করে মাত্র ৬০ বল হাতে রেখে লক্ষ্য তাড়া করে জিতেছিল ৮ উইকেটে।

বোলিংয়ে জশ হ্যাজলউড (১১ ম্যাচে ২১ উইকেট) ও সুয়াশ শর্মার দুর্দান্ত ফর্ম আর ব্যাটিংয়ে বিরাট কোহলির ধারাবাহিকতা (৬১৪ রান, গড় ৫৫.৮১) ও ফিল সল্টের ঝড়ো ফর্ম- সব মিলিয়ে আরসিবির ভারসাম্য বেশ দৃঢ়।

তাছাড়া আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাট করা দলগুলো ৮ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে- এটাও আরসিবির পক্ষে যায়। বড় ম্যাচ সামলানোর অভিজ্ঞতাও তাদের বাড়তি শক্তি। ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসনের মতো বিশ্লেষকরাও আরসিবিকেই এগিয়ে রাখছেন, ওয়ার্নার তো ভবিষ্যদ্বাণী করেছেন যে হ্যাজলউড হবেন ম্যাচসেরা।

পাঞ্জাব কিংস যদিও কোয়ালিফায়ার-২ তে মুম্বাইয়ের বিপক্ষে ২০৩ রান তাড়া করে জিতেছে, যেখানে শ্রেয়াস আয়ার অপরাজিত ছিলেন ৮৭ রানে। তাদের ব্যাটিংয়ে লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা আছেন, বোলিংয়ে কাইল জেমিসন ও চাহাল আছেন- তবে চাপের মধ্যে তাদের আগের বিপর্যয় ভাবাচ্ছে।

সব মিলিয়ে দলীয় ফর্ম, ভারসাম্য আর ধারাবাহিকতার বিচারে গ্রক মনে করছে, এবার প্রথমবারের মতো শিরোপা জিততে চলেছে আরসিবি। তবে যদি পাঞ্জাব টস জিতে ও পরে ব্যাট করে, সেক্ষেত্রে শিশিরের সুবিধা নিয়ে তারা ম্যাচটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে।

গুগলের জেমিনাই যা বলছে- 

দুই দলের জন্যই এটা অনেক কাঙ্ক্ষিত প্রথম শিরোপা জয়ের সুযোগ। আরসিবি সাম্প্রতিক পারফরম্যান্স ও কোয়ালিফায়ার-১ এর জয় দিয়ে কিছুটা এগিয়ে থাকলেও, পাঞ্জাব কিংসও যে কম না, সেটা তারা মুম্বাইকে হারিয়েই প্রমাণ করেছে। লড়াইটা হতে পারে হাড্ডাহাড্ডি। ম্যাচের ফল অনেকটাই নির্ভর করবে দিনের পারফরম্যান্স, টস আর আবহাওয়ার মতো ব্যাপারগুলোর ওপর।

জেমিনাই বলছে- ‘জিততে পারে দুই দলই। তবে একান্তই যদি একটা দল বেছে নিতে হয়, তাহলে এক চুল এগিয়ে থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।’

ওপেনএআই এর চ্যাটজিপিটি যা বলছে- 
এই মৌসুমে পাঞ্জাবের বিপক্ষে আরসিবির ধারাবাহিক সাফল্য এবং কোয়ালিফায়ার-১ এ দাপুটে জয়কে মাথায় রেখে, ফাইনালের জন্য আরসিবিকেই ফেবারিট হিসেবে ধরা হচ্ছে।

তবে পাঞ্জাব কিংসের সাম্প্রতিক পারফরম্যান্স এবং শ্রেয়াস আয়ারের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাও ফাইনালে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

আ.দৈ/আরএস



   বিষয়:  তিন   এআইয়ের   একই   ভবিষ্যদ্বাণী   আইপিএল   চ্যাম্পিয়ন   হবে   যে   দল  
আপনার মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঋণ খেলাপিদের জন্য লাল কার্ডের হুঁশিয়ারি, বিদেশি নাগরিকরাও ছাড় পাবেন না: আসিফ মাহমুদ
ভোটকালীন ৩ দিনের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ
ফরিদপুরের ভাঙ্গায় ২৪ ঘন্টার মধ্যে লুণ্ঠিত গরু ও নগদ দেড় লাখ টাকাসহ ৩ জন গ্রেপ্তার
বিশ্বকাপ আয়োজন পরিবর্তনের ইঙ্গিত, স্থান হতে পারে আরব আমিরাত
পিপলস ব্যাংকের চেয়ারম্যান সস্ত্রীক দেশত্যাগে বাধা,৩৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরো খবর ⇒

জনপ্রিয় সংবাদ

লোপাটের জন্যই ঢাকা দক্ষিণের দ্বিগুন ঢাকা উত্তরের বাজেট করেন প্রশাসক এজাজের
বিভাগীয় সভাপতির অনুপস্থিতিতে ইবির নিয়োগ বোর্ড স্থগিত, ওই শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
যাকে ভোট দেবেন, বুঝে-শুনেই দেবেন: নাহিদ ইসলাম
চলমান আলোচনার ফাঁকে সৌদিতে খেলতে নামলেন সাকিব
দেশে নির্বাচনের গণজোয়ার বইছে, ভোটার ও জনগনের নিরাপত্তার আহ্বান-আমান উল্লাহ আমানের
খেলাধুলা- এর আরো খবর
close
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ
নির্বাহী সম্পাদক : তৌহিদুর রহমান

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১১/১/বি উত্তর কমলাপুর, মতিঝিল থেকে প্রকাশিত
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

ফোন : ০১৭১২-৫০১২৩৬, ০২-৫৮৩১৬১০৯ , ই-মেইল : ajkerdainik@gmail.com
About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৪ আজকের দৈনিক
🔝