জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়মামলা রেকর্ড করতে ২৪ ঘণ্টার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা রেকর্ড করা না হলে থানা ঘেরাও করা হবে।’আজ শনিবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে রংপুরের সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সাবেক রসিক মেয়র বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের জাতীয় পার্টি সর্বাত্মক সহযোগিতা করেছে। জিএম কাদেরের নেতৃত্বে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের খোঁজখবর নিয়েছে।’
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় পার্টির বড় অবদান থাকা সত্ত্বেও আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুলাঙ্গাররা জাতীয় পার্টির পিছে লাগছে। আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা মাঠ ছেড়ে দেন, মাঠ পরিস্কার করেন। আমরা জানান দিতে চাই, জাতীয় পার্টির শক্তিমত্তা আছে কিনা।’
আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, ‘আমরা চাই আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। ঘটনার ভিডিও ফুটেজ আছে। দোষীদের সনাক্ত করে তাদের গ্রেপ্তার করেন। আমরা চাইনা, মব ভায়োলেন্সের মতো আমরাও কিছু করি। এরপরও যদি তারা কোনো একশন নেন, তাহলে আমরাও পাল্টা রিঅ্যাকশন নেবো।’
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, রংপুর মহানগর সভাপতি ইউসুফ আহমেদ, মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলামসহ আরো অনেকে।