মেহেরপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে শহরের মুজিবনগর সড়কের কোর্টপাড়া এলাকায় অবস্থিত বাসভবনে এ ঘটনা ঘটে।
মেহেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক শাকরিয়া হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে হঠাৎ করে বাসভবনের ভেতর থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
শাকরিয়া হায়দার বলেন, বাসভবনের প্রতিটি ঘরে ইন্টেরিয়র সজ্জা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভবন ঠান্ডা রাখার জন্য একটি ফায়ার সার্ভিস টিম সেখানে মোতায়েন রয়েছে।
ঘটনার সময় পুলিশ সুপার ও তার পরিবারের কারো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এ ঘটনায় এলাকায় সাময়িক উৎকণ্ঠা দেখা দিলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় কোনো প্রাণহানি বা বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
আ. দৈ./কাশেম