পিএসএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব আল হাসান ব্যর্থ হলেও ৩ উইকেট নিয়ে লাহোরকে ফাইনাল তুলেছেন রিশাদ হোসেন। ইসলামাবাদ ইউনাইটেডকে এদিন ৯৫ রানে হারিয়েছে লাহোর।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে লাহোর ফ্র্যাঞ্চাইজির কর্ণধার সামিন রানা ভালো পারফর্ম করা চারজনকে আইফোন উপহার দেন। একে একে এই পুরস্কারের জন্য নাম ঘোষণা করেন ৩ উইকেট নেওয়া পেসার সালমান মির্জা, ২৫ বলে ৫০ রান করা মোহাম্মদ নাঈম ও ৩৫ বলে ৬১ রান করা কুশল পেরেরার। সবার শেষে লাহোরের মালিক রিশাদের নাম ঘোষণা করেন।
৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করা বাংলাদেশি এই তারকাকে প্রশংসায় ভাসিয়ে সামিন রানা বলেছেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিলে, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’
সবশেষে তিনি বলেন, আমি তোমাকে ভালবাসি। উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে উঠেছে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। দলটিতে আছেন তিন বাংলাদেশি ক্রিকেটার।