দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে। অবশেষে সেই গুঞ্জন সত্যি প্রমাণ করে নিজেই বিয়ের খবর প্রকাশ করলেন তিনি।
চলতি বছরের ২ আগস্ট রশিদ খান দ্বিতীয় বিয়ে করেন। তবে বিষয়টি গোপন রেখেছিলেন তিন মাস। সোমবার (১০ নভেম্বর) রাতে ইনস্টাগ্রামে বরের পোশাকে নিজের একটি ছবি পোস্ট করে তিনি জানান, “২০২৫ সালের ২ আগস্ট আমার জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করেছি। আমি বিয়ে করেছি এমন এক নারীকে, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন পূর্ণ করতে পারবেন। এমন একজনকে খুঁজছিলাম অনেক দিন ধরেই।”
সম্প্রতি নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে রশিদের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেটি নিয়েই নানা জল্পনা শুরু হয়। সেই প্রসঙ্গ টেনেই ইনস্টাগ্রাম পোস্টে রশিদ লিখেছেন, “কদিন আগে আমি আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষ যেভাবে বিষয়টি নিয়েছে, তা সত্যিই হতাশাজনক। সত্য কথা হলো- তিনি আমার স্ত্রী, এখানে গোপন করার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।”
এর আগে, গত বছরের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ খান প্রথম বিয়ের আয়োজন করেছিলেন। তখন তার তিন ভাইও একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। সেই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগান জাতীয় দলের অনেক সতীর্থ ক্রিকেটারও।