মেগা নিলামে দল না পেলেও আইপিএলের মাঝপথে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। প্রথমে বিসিবি কিছু না জানলেও পরে ৩ ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয় এই বাঁহাতি পেসারকে। দিল্লির স্কোয়াডে ফিরে আজ একাদশেও জায়গা করে নিয়েছেন দ্য ফিজ।
আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামছে দিল্লি। টসে হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মিচেল স্টার্ক না থাকায় অপরিহার্য হয়ে ওঠা বাঁহাতি মোস্তাফিজকে একাদশে রাখে দিল্লি। গতকালই আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলে ভারত গেছেন মোস্তাফিজ। সেখানে দারুণ বোলিং করেছেন এই বাংলাদেশি পেসার। তাই সময় কম পেলেও মোস্তাফিজকে বাইরে রাখার ঝুঁকি নেয়নি দিল্লি।
জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক খেলতে না আসার সিদ্ধান্ত জানানোয় মূলত আইপিএলে ডাক পান মোস্তাফিজ। ৬ কোটি রুপির রেকর্ডমূল্যে বাঁহাতি এই পেসারকে কিনে নেয় দিল্লি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমে বিষয়টি জানতোই না। অবশেষে গত শুক্রবার মোস্তাফিজকে এক সপ্তাহের জন্য এনওসি (অনাপত্তিপত্র) দেয় বিসিবি।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় দলের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে ভারতে চলতি আইপিএল খেলার জন্য ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এনওসি দিয়েছে বিসিবি। ১৮ থেকে ২৪ মে পর্যন্ত গ্রুপপর্বের বাকি তিনটি ম্যাচ খেলবে দিল্লি। ১৮ মে গুজরাট টাইটানসের বিপক্ষে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। এর পরের ম্যাচে আগামী ২১ মে মুম্বাইয়ের বিপক্ষে ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে দিল্লি। অর্থাৎ, মোস্তাফিজকে আপাতত ৩ মাচের জন্য এনওসি দেওয়া হয়েছে।